ময়মনসিংহের ফুলপুরে পবিত্র রমজান উপলক্ষে মহিলা মাদরাসার ছাত্রীদের মাঝে বোরকা বিতরণ করা হয়েছে। চার বন্ধু যথাক্রমে আকবর আলী আহসান, মাহবুব, ওয়াকিল আহমাদ ও আকিকুল মিলে এসব বোরকা বিতরণ করেন।
উপজেলার ইমাদপুর গ্রামের হযরত হাফসা (রা.) মহিলা মাদরাসার ১০ জন ছাত্রীকে ওই বোরকাগুলো দেওয়া হয়।
মাদরাসার মুহতামিম মুফতী ইমরান তাদের নিকট থেকে এসব বোরকা গ্রহণ করেন। এসময় ওই চার বন্ধু ছাড়াও সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে আকবর আলী আহসান বলেন, পবিত্র রমজান মাসে কুরআন পড়ে এসব ছাত্রীরা যদি আমাদের সকলের মা বাবার জন্য দোয়া করেন তাহলে হতে পারে এ উসীলায় আল্লাহ তায়ালা আমাদেরকে মাফ করবেন। এসময় তিনি যার যার অবস্থান থেকে প্রত্যেককেই সমাজের দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম