১৬ এপ্রিল, ২০২৩ ১৫:৪৭

নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে শাহাবুর মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মঙ্গলহাটা উত্তরপাড়া মসজিদ সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।

আহত শাহাবুর মঙ্গলহাটা গ্রামের রতন মোল্যার ছেলে। ওই গ্রামের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলহাটা উত্তরপাড়া মসজিদ থেকে ইফতারি শেষে বাড়ি ফেরার পথে মসজিদ সংলগ্ন রাস্তার উপর আসলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। শাহাবুরের চিৎকারে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। আশা করি দ্রুত অভিযুক্তদের আটক করা সম্ভব হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর