১৮ এপ্রিল, ২০২৩ ১৬:০০

বরিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

বরিশালে পুলিশের পৃথক অভিযানে এক হাজার ৭০টি ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে এই পৃথক অভিযান পরিাচলিত হয়। 

বিএমপি’র পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রবিবার রাতে ২৮ নম্বর ওয়ার্ড চহুতপুর ফিশারি রোডে অভিযান চালায়। এ সময় কক্সবাজারের পাহাড়তলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সালামকে ১০০০টি ইয়াবাসহ আটক করে পুলিশ। 

এদিকে একই দিন বিমানবন্দর থানার একটি দল লাকুটিয়া মুখার্জী পুল আবেদ আলীশাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে রনি ফকির (২০) নামে একজনকে ৭০টি ইয়াবাসহ আটক করে। 

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর