খুলনায় ইজিবাইক চালক মো. রাফি ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে সাব্বির, সজীব, রহিম ও স্বপনকে গ্রেফতার করা হয়।
চারজনের স্বীকারোক্তি মোতাবেক নগরীর ময়লাপোতা ডালমিল এলাকা থেকে আরিফ শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রো উপ-পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনই ছিনতাইকারী চক্রের সদস্য। রাত হলেই তারা ইজিবাইক ছিনতাইয়ের জন্য রাস্তায় বের হন। সোমবার রাতে তারা ইজিবাইক ছিনতাইয়ের জন্য ইজিবাইকে চড়ে ঘুরছিলেন। ফাঁকা স্থান পেয়ে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিতেন। কিন্তু আমাদের পুলিশের তৎপরতার কারণে তাদের মিশন সফল হয়নি। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর ইজিবাইক ছিনতাই ও রাফি হত্যার জট খোলে। রাফি হত্যাকাণ্ডটি একটি ক্লু লেস। হত্যার রহস্য উন্মোচনের জন্য পুলিশ যখন আপ্রাণ চেষ্টা করছিল ঠিক তখনই তারা পুলিশের কাছে ধরা পড়ে।বিডি প্রতিদিন/এএম