গোপালগঞ্জের মুকসুদপুরে মটর সাইকেল দুর্ঘটনায় তুহিন মিয়া (৩৫)নামে এক মোটরসাইকেল আরেহী নিহত হয়েছে। সে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। নিহত তুহিন ডেসকোতে কর্মরত ছিল। মুকসুদপুর থানার এসআই মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কমলাপুর-চাঁদহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি কমলাপুরে যাবার পথে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেই সে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে। পরে বাজার থেকে দই কিনতে ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাজারে যায়। বাজার থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হয় সে।বিডি প্রতিদিন/এএ