সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতর উদযাপন করেছে কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরে ফুটবল মাঠ এলাকায় এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানায়, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে আগত মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
ইমাম মাওলানা রেজাউল ইসলাম বলেন, ১৪ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় তিন শতাধিক মুসল্লি এক সাথে নামাজ আদায় করতেন। কিন্তু হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে ঈদের জামাত হওয়ায় এখন মুসল্লি সংখ্যা কমে গেছে।
ঈদ জামাত কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান বলেন, ওআইসিসহ সকল মুসলিম উম্মাাহ আজকে ঈদের নামাজ আদায় করছেন। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি।
বিডি প্রতিদিন/নাজমুল