টাঙ্গাইলের মির্জাপুরে শাজাহান নামে এক কৃষকের গোয়ালের সব গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। বৃহস্পতিবার রাতে উপজেলার শুভুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাবু মিয়া এ তথ্য জানিয়েছেন।
সংঘবদ্ধ চোরের দল গোয়ালের তালা ভেঙে কৃষক শাজাহানের একটি গাভি, দুটি ষাঁড় ও একটি বাছুর গরু নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে কৃষক শাজাহান জানিয়েছেন।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় কৃষক শাজাহান বৃহস্পতিবার রাতে গোয়ালে পাঁচটি গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তালা ভেঙে গোয়ালের সব গরু চোরের দল চুরি করে নিয়ে গেছে। সংসারের আয়ের একমাত্র সম্বল গরু হারিয়ে দরিদ্র কৃষক শাজাহান সর্বশান্ত হয়ে পড়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই