ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ফুলপুর পৌরসভা ও উপজেলার ছনধরা ও ভাইটকান্দি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণপূর্ত প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রতিনিধি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ