এবার ঈদযাত্রায় যানজটমুক্তভাবে গাজীপুর হয়ে গন্তব্যে যেতে পেরেছেন উত্তরবঙ্গের লাখো মানুষ। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা পরিকল্পনা নিয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই পরিকল্পনা ফল পাওয়া গেছে এবারের ঈদযাত্রায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের অন্যতম উৎপাদন কেন্দ্র গাজীপুরে বেশিরভাগ গার্মেন্টস, ওষুধ কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান। প্রায় ৬৫ লাখ লোকের কাঙ্ক্ষিত নাগরিক ও পুলিশি সেবা দিতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।
টঙ্গী ব্রিজ থেকে রাজেন্দ্রপুর অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০ হাজার যানবাহন চলাচল করে। অন্যান্য মহাসড়ক ও আঞ্চলিক সড়কেও ২৪ ঘণ্টা বিপুল পরিমাণ গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল করে। ফলে ঈদযাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে এবারের উল্টো চিত্র দেখে অবাক যাত্রীরা। তারা জানিয়েছেন, ৭-৮ বছরের মধ্যে এবারই যানজটমুক্তভাবে গাজীপুর থেকে ঢাকায় যাতায়াত করা যাচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন দাবি করেছেন, যানজট সহনীয় পর্যায়ে রাখা ও সড়ক- মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জে তারা উতরে গেছেন বেশ ভালোভাবেই।
বিডি প্রতিদিন/নাজমুল