নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক আমিরুল ইসলাম আমির ঈদ উপহার বিতরণ করেন।
হাতিয়ার তমরুদ্ধি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় এক হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই