প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার হিসেবে নাটোরে নিজ অর্থায়নে ২৭ হাজার অসহায় পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা করেছেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শুক্রবার সকাল ১০টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় এ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরে তিনি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন।
প্রত্যেকটি ইউনিয়নের ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সহায়তা, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই