পটুয়াখালীর কলাপাড়ায় ছয় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের হাতে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড. শামিম আল সাইফুল সোহাগ। শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এ ঈদের শাড়ি, লুঙ্গি, সেমাই বিতরণ করেন। এসময় কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেনসহ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা ড. শামিম আল সাইফুল সোহাগ বলেন, কলাপাড়ার সব মানুষ যাতে হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কলাপাড়া, কুয়াকাটা ছাড়াও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষকে ঈদ বস্ত্র ও সামগ্রী তুলে দেয়া হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/এএ