দিনাজপুর নবাবগঞ্জে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা মাসুদ রানা সেতু (২১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নবাবগঞ্জ-বিরামপুর সড়কের গোলাপগঞ্জ গরিবপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেল করে ঈদের আনন্দে নবাবগঞ্জ কাঠের ব্রিজ দেখতে যাওয়ার পথে নবাবগঞ্জ থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে মাসুদ রানা সেতুসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করে।
নিহত মাসুদ রানা সেতু বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল