টাঙ্গাইলের মধুপুরে আব্দুল জলিল (৪৫) হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে কালিহাতী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সিহাদ মিয়া (২৩) ও নোমান (২৫)। তারা সম্পর্কে নিহত আব্দুল জলিলের ভাগ্নে।
বুধবার বিকেলে র্যাব-১৪-এর সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গত ১৫ এপ্রিল সিহাদ মিয়া সাথে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুজন জনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বিচার করেন আব্দুল জলিল। বিচারে অসন্তুষ্ট হয়ে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে ধারালো ছুরি দিয়ে দুই ভাগ্নে আব্দুল জলিলকে হত্যা করেন। হত্যার পর থেকেই তারা সিলেটে আত্মগোপনে ছিলেন। উক্ত ঘটনায় নিহত জলিলের ছোট ভাই খলিলুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ