২৮ এপ্রিল, ২০২৩ ২১:৩৫

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ শফিকুল ইসলাম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বরুনা এলাকা ১২০ বোতল বিয়ার ও ৫০০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। 

আটককৃত শফিকুল উপজেলার পশ্চিমগাও এলাকার মৃত আসাব উদ্দিনের ছেলে। এছাড়া অভিযানের সময় তাইজুল (৪৩) নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
 
নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ শাখা রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাত ১১টায় বরুনা এলাকায়ে মাদক ব্যবসায়ী তাইজুল তাহার বাড়ীর সামনে বিয়ার ও মদ বিক্রি করছে খবর পেয়ে তাৎক্ষনিক জেলা গোয়েন্দা শাখা ‘গ’ জোনের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীর অফিসার ও ফোর্স সহ তাইজুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মো. শফিকুল ইসলাম (৪৪)কে আটক করা হয় এবং তাইজুল (৪৩) কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীর দেখানো ও সনাক্তমতে আসামী তাইজুলের বসতঘরের খাটের নিচ থেকে ১২০ বোতল বিয়ার, যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা ও ৫০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ব্যাপার রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এ এফএম সায়েদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর