শিরোনাম
২৯ এপ্রিল, ২০২৩ ১৯:২৩

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীর ইউপির বাগডুমুর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে সদর উপজেলার বহুলি ইউনিয়নের বাগডুমুর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলো- বাগডুমুর এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে সোলেমান শেখ (৫০) ও একই এলাকার নছিম খানের ছেলে কৃষি শ্রমিক আব্দুল মালেক।

বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ সেখ জানান, কৃষক সোলেমানের জমিতে ধান কাটছিল সোলেমান ও কৃষি শ্রমিক আব্দুল মালেক। এসময় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে দুইজনই গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সুমন কুমার দাস জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের লোকের হস্তান্তর করা হয়েছে। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর