কক্সবাজার চ্যানেলের গভীর সমুদ্রে ভাসমান ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে একটি ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ এপ্রিল ২০২৩ এফ ভি “সজীব-১” নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। গতকাল বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে। এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা।
খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্টগার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ মনসুর আলীর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীন, (এনডি), পিএসসি, বিএন এর নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে শনিবার সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরে জেলেসহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়।
ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত