গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে সোমবার সকালে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ দুলাল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাজী হারিজ খান, এপেক্স হোল্ডিংস গার্মেন্টস লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান সরকার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জসীমউদ্দীন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মামুন হোসেন, শ্রমিক লীগের সদস্য লিখনসহ বিভিন্ন নেতাকর্মীরা। পরে উপজেলা শ্রমিক লীগের সাধারণ হারিজ খানের নেতৃত্বে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন সড়কে পদক্ষেপ করে।
বিডি প্রতিদিন/এএ