লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিকি, জেলা শ্রমিকলীগের সভাপতি ইউছুফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সদর উপজেলা ও পৌর শ্রমিকলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই