বরগুনায় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ, আলোচনা সভা, র্যালিসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ পালন করা হয়েছে।
বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেল হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরগুনা টাউন হল প্রাঙ্গণে সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে টাউনহল সংলগ্ন ট্রাকস্ট্যান্ড থেকে জেলা ট্রাক, ট্রাক্কর, কাভার্ড ভ্যান, ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন, রিকশা চালক শ্রমিক ইউনিয়ন, বেকারী শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরাঁ, সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে শ্রমিকরা। সমাবেশ বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সুযোগসুবিধা প্রদান, বিপদে আপদে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানান। এছাড়াও সকল পেশার শ্রমিকদের একতাবদ্ধ হয়ে থাকার জন্যও আহ্বান জানানো হয়।
মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার আবদুল সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ফয়সাল আহম্মেদ, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, বরগুনা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ