সিলেটের বিশ্বনাথে পিতার সাথে অভিমান করে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. ছাহিম আহমদ (১৬)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মো. ফয়জুল হকের ছেলে ও স্থানীয় আল আজম হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা সাবিয়া বেগম রবিবার বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দিয়েছেন।
মামলায় প্রকাশ, গত শনিবার রাতের খাবার শেষে সৌদি প্রবাসী পিতার সাথে কথা হয় ছাহিমের। এসময় নতুন মোবাইল ফোন ও কাপড়-চোপড় কেনার কারণে তাকে বকা-ঝকা করেন তিনি। পরে অভিমান করে ফোন রেখে পরিবারের সবার সঙ্গে ঘুমোতে যায় সে। এর ফাঁকে সবার অগোচরে মাত্রারিক্তি ঘুমের ওষুধ সেবন করে ছাহিম।
পরদিন সকালে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না মা। এক
পর্যায়ে ঘরের দরজার লক ভেঙ্গে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। এর বাহিরে কিছু থাকলে ময়নাতদন্তে বেরিয়ে আসবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ