কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কমিটির তথ্য জানানো হয়।
মেঘনা উপজেলায় মো. মোহসিন সোহাগকে সভাপতি ও মহিউদ্দিন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্যান্য পদে মো. আনোয়ার হোসেন, জাবের ভূঁইয়া ও খন্দকার সাব্বির আহমেদকে সহ-সভাপতি এবং মো. ফাহিম ও মো. টিটু মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল