পটুয়াখালীর গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি বৃহত্তর গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী অঞ্চলের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরমঞ্চ সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, উপদেষ্টা অ্যাডভোকেট আ. খালেক মিয়া, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী শাহজাহান মিয়া, পৌর মেয়র আহসানুল হক তুহিন, মরহুম আব্দুল বারেক মিয়ার ছোট ছেলে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, আব্দুল বারেক মিয়া ছিলেন দক্ষিণ বাংলার একজন কিংবদন্তী নেতা। তিনি বৃহত্তর গলাচিপা থানা (গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ভারতে ট্রেনিং শেষ করে দেশের জন্য লড়েছেন। যাকে আজও স্মরণ করে দক্ষিণ বাংলার জনসাধারণ।’ স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল