৪ মে, ২০২৩ ১৩:৪১

নোয়াখালীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা যুবলীগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা যুবলীগ

নোয়াখালীর সদর উপলোর ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের কৃষক সাহাবুদ্দিনের এক একর জমির ধান কেটে ঘরে তুলে দিল জেলা যুবলীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জুর নেতৃতে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে সহায়তা করছেন। এ সময় স্থানীয় রিপন মেম্বারসহ যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু জানান, কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে ভাটিরটেকসহ বিভিন্ন স্থানে হত দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর