ঝিনাইদহের কোটচাঁদপুরে কাভার্ডভ্যান, মোটরচালিত পাখি ভ্যান ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর পৌর এলাকার কাশিপুর পৌর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ভুক্তভোগী কালীগঞ্জের অন্তর হোসেন বলেন, সকাল ১১ টার সময় আমরা কাভার্ডভ্যান নিয়ে সার্জিকাল মালামাল সাপ্লাই দিতে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর শহরে ঢুকছিলাম। পথিমধ্যে স্থানীয় পৌর এলাকার কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে মাইক্রো গাড়ি ও ইঞ্জিনচালিত ভ্যান আসছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়। তারা হলো- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ছেলে রাফান (১৫), রুবেলের ভাগ্নি খুকুমনি (৭), কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটির গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান (৬৫)।পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার তিলে চাঁদপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ (৪০) ও শিউলি খাতুন (৫০)।
যশোর হাসপাতালে নিহতের তথ্য নিশ্চিত করেন অ্যাম্বুলেন্স চালক সানি।
এদিকে এই ঘটায় আহত হয়েছেন নিহত রাফানের মা রিমা খাতুন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈশামারি গ্রামের নুর আলির ছেলে পেয়ারা ব্যবসায়ী আলামিন (৬৫), কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার টিপু সুলতান ছেলে অন্তর।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, পাখি ভ্যান উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায় পুলিশ মাইক্রোবাসটি পালিয়ে যায়।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় পেয়েছি। আহত পেয়েছিলাম ৫ জন। এদের মধ্যে ৪ জনকে যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল