যুদ্ধাপরাধ মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলিম উদ্দিন খানকে (৭৭) গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ সালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের পর থেকেই পলাকত ছিলেন তিনি। পরে রবিবার দুপুরে পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাঈদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ এ অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেন পাগলা থানার ওসি (তন্ত) সজিব বরহমান। ইতিমধ্যে আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২০১৬ সালের সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে তার ও তার সহযোগীদের নামে মানবতাবিরোধী মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৬ এপ্রিল বৃহস্পতিবার ট্রাইবুনাল তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগের প্রতিটিতে ২০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ড দেন আদালত।মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে গফরগাঁও উপজেলার ৮ জনের বিরুদ্ধে রায় দেয়া হয়। এর মধ্যে আলিম উদ্দিন খানসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল।
মামলা সূত্রে জানা গেছে, আলিম উদ্দিন খান ৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধিনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়। সে তার সশস্ত্র রাজাকার সহযোগী ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক, সামসুজ্জামান কালাম, আব্দুল খালেক, বাদশা, খলিলুর রহমান মীর গংদের নেতৃত্ব দিয়ে গফরগাঁও উপজেলার নিগুয়ারি, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের গ্রামে গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরন, আটক, নির্যাতন, মুক্তিপণ আদায়, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/হিমেল