মানিকগঞ্জের সাটুরিয়ায় পাঁচটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর দলের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছয়টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মো. আকবর আলী (৩৫) নামের ওই চোরকে গ্রেফতার করা হয়।
এ সময় চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রা ন-১৫-৯৬৭৪) ট্রাকটিও জব্ধ করা হয়। সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার বরুন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকবর তমিজ উদ্দিনের ছেলে। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী গ্রামে। চোর চক্রের অন্য সদস্যরা গাভী নিয়ে অন্য গাড়ি যোগে পালিয়ে গেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার বিশ্বাস বলেন, উদ্ধার হওয়া গরুগুলো আইনি প্রক্রিয়া শেষে তার মালিকদের বুঝিয়ে দেয়া হবে। পালিয়ে যাওয়া অপর চোরদের গ্রেফতার চেষ্টাসহ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল