দুই সপ্তাহের বিরতির পর আবারও তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। ইতিমধ্যেই টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হয়েছে এই জেলায়। এর আগে এপ্রিলে একটানা ১৫ দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। এ অবস্থায় মধুমাসের আগেই গরমে হাঁসফাঁস অবস্থা হচ্ছে জেলার শ্রমজীবী মানুষদের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার ছিল ৪১ ডিগ্রি। আর রবিবার ৩৯ দশমিক ২ ও শনিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার থেকে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত এপ্রিল মাস থেকে চুয়াডাঙ্গায় একটানা মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। মাঝে কয়েকদিন বৃষ্টির দেখা মিললেও একটানা স্বস্তি পায়নি জেলাবাসী। আগামী আরও দু’একদিন এমন অবস্থা থাকতে পারে।
বিডি প্রতিদিন/এমআই