ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাত করে পুলিশ সদস্যকে আহত করার ঘটনার মামলায় প্রধান আসামি সোহেল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল শিবনগর গ্রামের মৃত তালু মিয়ার ছেলে। এ মামলায় এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মে সন্ধ্যায় এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে মাদক উদ্ধারে যায়। এ সময় সেলিম ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে হামলাকারীরা। তার মাথা এবং পেটে আঘাত পায়। আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তবে বর্তমানে খাইরুল আশঙ্কামুক্ত আছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পুলিশকে আহতের মামলার প্রধান আসামি সোহেল মিয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ৪২ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার সোহেলকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই