মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কারখানার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জসিম ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া এলাকার মো. রহিজ উদ্দিনের পুত্র। এলাকাবাসী ধারনা করছেন মানসিক কোনো চাপে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
কারখানার শ্রমিকরা জানান, নিহত জসিম বিগত প্রায় ১০ বছর ধরে চর সাটুরিয়া এলাকার পুরাতন প্লাষ্টিক কারখানার ব্যবসা করে আসছিল। সোমবার রাত অনুমানিক ১২টার দিকে একটি যাত্রাপালার রিহার্সেল শেষে কারখানায় ফেরেন তিনি। পাশেই পরিবার নিয়ে থাকার বাসা রয়েছে। সেখানে না গিয়ে ঘুমিয়ে পড়েন কারখানার ভেতরে থাকার ঘরে। সকালে ঘরের দরজা বন্ধ থাকায় শ্রমিকরা উকি দিয়ে দেখেন আড়ার সাথে জসিম উদ্দিনের দেহ ঝুলছে। পরে থানা পুলিশে খবর দিলে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার বিশ্বাস বলেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ সম্পর্কে।
বিডি প্রতিদিন/হিমেল