ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা বাজার চালকল থেকে লক্ষাধিক টাকার ইলেক্ট্রিক মালামাল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে জয়পাশা বাজারে চালকলে এই চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের মো. আলতাব হোসেন চৌধুরীর ছেলে মো. নুরুল ইসলাম চৌধুরীর চালের মিলে বৈদ্যুতিক সংযোগের ক্যাবল, মেইন সুইচ, স্টাটারসহ মিলের যন্ত্রাংশ ও ওয়েট মিটার চুরি হয়ে গেছে।
মিলের মালিক নুরুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার রাতে চাল ভাঙানো কাজ শেষে ১০ টার দিকে দরজায় তালা আটকিয়ে বাড়ি যাই। মঙ্গলবার সকালে বাজরে গিয়ে ঘর খুলে দেখি মিল ঘর এলোমেলো ভাবে রয়েছে। পরে স্টাটার বক্সের দিকে তাকালে বক্সটি খোলা পায়। চোর চক্র ঘরের পিছন দরজার পাশে টিনসেট কেটে দরজার খিল খুলে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে পালিয়ে যায়। মিল মালিক চুরি হওয়া মালামালের বিবরণ দিয়ে জানান লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
ডহরনগর ফাঁড়ির উপপরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল