১৪ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু করা হবে। মঙ্গলবার বিকালে জেলার আম সংগ্রহ সংক্রান্ত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন রাব্বি জানান, মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪ মে বোম্বাই ও গুটি আম, ২২ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রুপালি, ২১ জুন ফজলি ও ১ জুলাই বারি ফোর আম সংগ্রহ করা হবে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ ও আমবাগান মালিক এবং আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ