যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে এক নারী ইউপি সদস্যের বাড়িতে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরকম একটি ছবি স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপরে ইউপি সদস্য ইসমত আরা ঝুমুরের বাড়িতে ওই দুই কিশোরকে নির্যাতন করা হয় বলে তাদের স্বজনরা জানান।
নির্যাতনের শিকার দুই কিশোর হলো-স্বরণপুর গ্রামের মৃত আবুল কামালের ছেলে আশিক (১৫) ও তার প্রতিবেশী সাহাবুদ্দিনের ছেলে আব্দুল হাকিম (১৬)। আশিক এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
নির্যাতনের শিকার হাকিমের চাচা রুবেল হোসেন বলেন, আশিক ও হাকিম গাঁজা বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় একটি চক্র ক্ষুব্ধ হয়। ওই চক্রের হোতা রবিউল ইসলাম নারী ইউপি সদস্য ইসমত আরা ঝুমুরের লোক হিসেবে পরিচিত। রবিউলসহ আরও কয়েকজন আশিক ও হাকিমকে ইউপি সদস্যের বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে বেদম মারপিঠ করেন। পরে খবর পেয়ে আশিক ও হাকিমের স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে ইউপি সদস্য ইসমত আরা ঝুমুর বলেন, ‘ওইদিন আমি বাড়িতে ছিলাম না। স্থানীয় কিছু লোক ছিনতাইয়ের অভিযোগে ওই দুই কিশোরকে তুলে এনে মারপিঠ করেছে। এ বিষয়ে আমি জড়িত নই।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই