১২ মে, ২০২৩ ১৮:৩৪

নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

নদীতে গোসল করতে
নেমে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

সাঁতার না জানায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দিনাজপুরের চিরিরবন্দরের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে এ ঘটনাটি ঘটেছে। মৃত অরণ্য সিংহ (১০) দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিংহের ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিংহের পরিবার চিরিরবন্দরে কাঁকড়া নদীর পাশে তপন সিংহের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসেন। এরই ফাঁকে অরণ্য সিংহ ও কয়েকজন বন্ধু মিলে কাঁকড়া নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা বাড়িতে এ সংবাদ দিলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর