যশোর সদর উপজেলার লেবুতলায় পাটক্ষেত থেকে পাঁচদিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পরে স্বজনরা মরদেহটি লেবুতলা গ্রামের আনোয়ার হোসেনের (৭০) বলে শনাক্ত করেন। পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধারের খবর শুনে ডিবি পুলিশ, পিবিআই-এর ক্রাইম সিন ইউনিট ও র্যাবের একটি টিম ঘটনাস্থলে যায়।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন ঢাকার দোহার থানার মধুরখোলা গ্রামের মৃত জবের ফকিরের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি যশোরের লেবুতলা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন জানান, তার বাবা অ্যাজমা রোগী ছিলেন। গত ৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে মৃতদেহ উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করেন তারা।
স্থানীয় ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, আনোয়ার হোসেন কীভাবে মারা গেছেন তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই