বগুড়ার সোনাতলা উপজেলা রেলগেটে সোমবার সকাল ৮টায় ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় লাল মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ জানায় সোমবার সকাল ৮টার দিকে রেলগেটে মন্টু কসাইয়ের দোকানের সামনে অবস্থান করা জাহাঙ্গীর আলম নামে এক মানসিক রোগী ছুরি হাতে নিয়ে মোনারুল কসাই ও লাল মিয়াকে আঘাত করে। এ ঘটনায় পান ব্যবসায়ী লাল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে পাগলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। ছুরিকাঘাতকারী পাগল উপজেলার হাটকরমজা গ্রামের মোজাফফর হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম। বিদেশ থেকে ফেরত এসে সে পাগল হয়েছে বলে এলাকা সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/এএম