গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি এলাকার একটি কারখানায় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় শ্রীপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে কারখানাটি ১৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে সোমবার সকালে ফটকে নোটিশ লাগিয়েছে কর্তৃপক্ষ।
ওই কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষের আশ্বাসে প্রথম দিন আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। পরদিন রবিবার দুপুর ১২টায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। যথাসময়ে বৈঠক না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। বিকেলে বৈঠক হলেও কোনো সমাধানে না আসায় আবার ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কারখানার মালিকপক্ষের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সোমবার সকাল ১০টায় কারখানার সামনে গিয়ে দেখা যায়, ফটকের আশপাশ ও ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ফটকের পাশে কারখানার নিরাপত্তারক্ষীদের কক্ষে বসে আছেন বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী।
কারখানার মূল ফটক, প্রবেশদ্বার ও আশপাশের দেয়ালের অন্তত সাতটি স্থানে কারখানা বন্ধের নোটিশ লাগানো হয়েছে। নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত কারখানার সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে। চিঠিতে স্বাক্ষর করেন কারখানার এইচ আর (এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এর মহাব্যবস্থাপক শেখ আরিফ আহমেদ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পুলিশের গাড়িতে আগুন লাগানোর দায়ে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষে অভিযোগের প্রেক্ষিত্রে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল