খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাসটার্মিনাল এলাকার ৫৩টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সকালে অগ্নিকাণ্ডের স্থলে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফলে সকলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুনঃরায় আগুন নিয়ন্ত্রণে আনে।
২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩টি ব্যবসা-প্রতিতষ্ঠান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটায় আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ৫২টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঘটনার পর পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এএম