'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা মুজিবর রহমান ঢালি মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ।
এ সময় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরা হয়।বিডি প্রতিদিন/এএ