২৪ মে, ২০২৩ ১৮:২৩

উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময়

উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায়  বক্তারা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডশিপ উপ-পরিচালক তানজিনা শারমিন জানান, জলবায়ু পরবির্তনের নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনস্বাস্থ্যে। বিশেষ করে মহিলাদের মাঝে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বন্ধ্যাত্ব ও জরায়ু সংশিলিষ্ট রোগ-বালাই বাড়তে থাকলেও, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিকার অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এর পাশাপাশি উপকূলে লবণাক্ততার প্রভাবে জীবন-যাত্রা হয়ে উঠেছে লবণাক্ততাময়। উপকূলে বৃদ্ধি পেতে থাকা এসব সমস্যা সমাধানে ফ্রেন্ডশিপের কর্মসূচিকে এগিয়ে নিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপ উপ-পরিচালক।

সভাপতির বক্তব্যে দক্ষিণ-পশ্চিমে লবণাক্ত আক্রান্ত এলাকার স্বাস্থ্য তথ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মুজাহিদুল হক।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর