কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অপর ৩ কৃষক। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বুধবার বিকের পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলের দিকে আকষ্মিক দমকা হাওয়া ও ঝড়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় ধান কাটার শেষ মুহুর্তে আকষ্মিক দমকা হাওয়া,বৃষ্টি ও ঝড়ের কবলে পড়েন ৭/৮ জন কৃষি শ্রমিক।তারা এসময় পার্শ্ববতী একটি ছায়লা ঘরে আশ্রয় নেয়। সেখানেই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটায় ৪জন মারাত্মক আহত হলে দ্রুতগতিতে ঝড় থামার সাথে সাথে তাদেরকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আবু বকর শেখ (৪৮) নামের একজন কৃষি শ্রমিককে মৃত ঘোষণা করেন।
নিহত কৃষক উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী গ্রামের নজো শেখের পুত্র। বাকী তিন শ্রমিকরা উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।তম্মধ্যে আহত ফুলবাবু (৪০) ও আম্বার আলী (৩৭) নামে দুই শ্রমিকের অবস্থা মারাত্মক।
বিডি প্রতিদিন/এএম