৩১ মে, ২০২৩ ১৬:৫১

দিনাজপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন

তামাক চাষ পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক চাষে যুক্ত ব্যক্তি নানা স্বাস্থ্য সমস্যায় ভোগেন। তামাক রাসায়নিক সার, কীটনাশক, মানবদেহ, পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি। তামাক চাষ নিয়ন্ত্রণ করতে ও ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’।

বুধবার দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা অন্তরঙ্গ সংস্থার আয়োজনে ও তামাক বিরোধী জোট দিনাজপুরের সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন চলাকালে বক্তারা এসব কথা বলেন। 

অন্তরঙ্গ সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএমএইচ কাদের। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজু বিশ্বাস, ফখরুল ইসলাম পলাশ,গৌরী চক্রবর্তী, মাসুদ রেজা হাই প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর