৩১ মে, ২০২৩ ১৮:১৫

বোয়ালমারীতে ৮ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ৮ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

ফরিদপুরে বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামি মো. মানোয়ার শিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে। বোয়ালমারী থানাসহ আশপাশের থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ আটটি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে মনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। আসামিকে আজ বুধবার দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে বোয়ালমারী থানার অর্ন্তগত ডহরনগর ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক কবির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় ওয়ানশুটার গান, তিন রাউন্ড কার্তুজ, একটি রামদা, ৮০ পিস ইয়াবাসহ নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করে ফাড়ি পুলিশ। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক কবির আহমেদ বাদী হয়ে মনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানোয়ার শিকদার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক কারবারসহ বোয়ালমারী ও বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তথ্য-প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করে তাকে গত রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রুজুসহ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর