১ জুন, ২০২৩ ২০:২২

ডুয়েটে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি


ডুয়েটে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ‘দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে অনলাইন জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডুয়েটের নৈতিকতা কমিটি, অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিমও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এ সময় তিনি জাতীয় শুদ্ধাচার কৌশলের তাৎপর্য তুলে ধরেন। 

কর্মশালায় সভাপতিত্ব করেন ডুয়েটের নৈতিকতা কমিটির সদস্য-সচিব ও আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ। টেকনিক্যাল সেশনেরিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা অফিস, গাজীপুর-এর উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর