মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে তীব্র গরমে অসুস্থতা এড়াতে করণীয় বিষয় নিয়ে লিফলেট ও ১ হাজার বোতল পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হিরা, নির্বাহী সদস্য কে এম শফিকুল আলম, ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন, যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহগসহ যুবসদস্যরা উপস্থিত ছিলেন।এয় সময় বক্তারা তীব্র রোদ থেকে দূরে থাকতে প্রয়োজনে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণ পানি পান, একাধিকবার গোসল, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম, অসুস্থ হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন