চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় বসবাসকারী হিজরা (৩য় লিঙ্গের) সম্প্রদায় মানববন্ধন করেছে। তাদের কাজে বাধা প্রদান ও উপকারভোগীদের পুকুরে হস্তক্ষেপকারী সাবেক মেম্বার রঞ্জু ও রোমানের শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।
আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিজরা সম্প্রদায়ের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজরাদের গুরু মা ববিতা হিজরা, এশা হিজরা, প্রার্থনা হিজরা, সুমনা হিজরা, আরিফা হিজরা প্রমূখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজরা সম্প্রদায়ের মানুষদের বসবাসের জন্য জেলার বারঘরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে বাড়ি বরাদ্দ দিয়েছেন। কিন্তু প্রথম থেকেই বাড়িগুলোতে নজর পড়ে বারঘরিয়া ইউপির সাবেক মেম্বার রঞ্জু ও ভূমিদস্যু রোমানের। তারা প্রথম থেকেই হিজরা সম্প্রদায়ের মানুষজনকে বিভিন্ন কাজে বাধা প্রদানসহ উপকারভোগিদের পুকুর থেকে সুবিধা আদায়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ষড়যন্ত্র করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পর তারা আরও বেপরোয় হয়ে হিজরাদের ওপর অত্যাচার বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় হিজরাদের এলাকায় বসবাস কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত রঞ্জু মেম্বার ও রোমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল