বগুড়ার শাজানপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। এতে প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই দোলেনা বেগমদের বাসা। বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হচ্ছিলেন দোলেনা বেগম এবং তার মেয়ে আয়েশা খাতুন। এমন সময় নাটোর থেকে বগুড়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটি আটক জব্দ করেছে।
বিডি প্রতিদিন/এএম