বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা করেছে বিএনপি।
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করা হয়।
নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, কেএম শহীদুল্লাহসহ অন্যান্যরা। পদযাত্রায় মহানগর বিএনপি এবং ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুতখাতে দুর্নীতির তীব্র সমালোচনা করেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ ও বান্দ রোড হয়ে মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে শেষ হয়।
এদিকে বিএনপি’র পদযাত্রা উপলক্ষে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অশ্বিনী কুমার হল-সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম