নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বোমা আতঙ্কের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে এ আতঙ্ক বিরাজ করছে।
দেখা গেছে, অধ্যক্ষের কার্যালয়ের সামনে একটি বড় কার্টুন প্লাস্টিক বস্তা দিয়ে মোড়ানো। তাতে লেখা, প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর।ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছেন, ভীতি তৈরির জন্য এটা একটি সাজানো নাটক হতে পারে। তবে অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদের ধারণা, তাকে মেরে ফেলার জন্য বা আতঙ্ক তৈরির জন্য প্রতিপক্ষ এটা করেছে।
ঘটনাস্থলে নিয়োজিত পুলিশের এসআই মাসুদ রানা বলেন, নাটোর থেকে বোমা ডিস্পোজাল টিম এসেছিল। তারা জানিয়েছে বস্তার ভেতরে বিস্ফোরক জাতীয় বস্তু রয়েছে। যেটা নিষ্ক্রিয় করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। এ কারনে ঢাকার ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক