চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ৩ বছরের শিশু নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ঢাকা জেলার সাভার থানার সাদাপুর কাজীপাড়া গ্রামের আলেক মিয়ার ছেলে। শনিবার (১৭ জুন) দিবাগিত রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, শনিবার (১৭ জুন) বিকেলে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় আরাফাত হোসেন নামে ৩ বছরের এক শিশুকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ট্রাকটি স্থানীয়রা আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ